বরিশাল নগরীতে অপরাধীদের ধরতে ৪২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল সিটি করপোরেশন (বিসিসি)। এতে খরচ হয় আড়াই কোটি টাকা। এসব ক্যামেরার প্রায় সবগুলোই চুরি হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে সেগুলোও অকেজো। ফলে পুরো নগরী এখন নজরদারির বাইরে।