ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশ শান্তির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশ শান্তির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে বাংলাদেশ আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
তিনি জানান, বাংলাদেশ নিজে থেকে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়। তবে ভারত-পাকিস্তান চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা রাখতে প্রস্তুত। তৌহিদ হোসেন বলেন, "আমরা চাই, তারা নিজেরাই আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুক। আমাদের সহায়তা চাইলে আমরা বিবেচনা করব।"
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বড় কোনো সংঘাত পুরো অঞ্চলের মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। যদিও ভারত-পাকিস্তানের উত্তেজনার সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না, তবে আধুনিক যুগে সবকিছু কিছুটা হলেও প্রভাব ফেলে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, মধ্যস্থতা বা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান উত্তেজনা কমে আসবে এবং এ অঞ্চলে শান্তি বজায় থাকবে।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0