আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন...আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বীনের উপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন।
আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন...আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বীনের উপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন।
তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই, আল হামদুলিল্লাহ। তিনি বলেন দারুণ তাঁর উপলব্ধি করার ক্ষমতা আরো অসাধারণ মাশা'আল্লাহ।
আমার প্রিয় ভাইবোনদের অনুরোধ করবো অন্য কোনো বই নয়, নিরেট বাংলা অনুবাদ কুরআন যেখানে একটি আরবি অক্ষরও নেই এমন কুরআন অমুসলিমদের গিফট করুন। পড়তে দিন। ইসলামিক ফাউন্ডেশন আর লন্ডন একাডেমির পকেট সাইজ কুরআন দুটি অনন্য। আমরা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আপনার বাণি আমি অন্তত পৌঁছে দিয়েছি।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0