এবারের পহেলা বৈশাখের আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের (২০১৭-১৮ সেশন) কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এবারের আয়োজন বর্জনেরও সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাচটির শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ মার্চ) মঙ্গল শোভাযাত্রার নিয়ে এক স্পষ্ট বিবৃতি দিয়েছেন তারা।