লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।
পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।
সভাপতির বক্তব্যে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসীম উদ্দিন বলেন, নতুন বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের নতুন কিছু উপহার দিতেই শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। মেধাবীদের বছরের শুরুতেই উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আকতার হোসেন বলেন, সেরাদের সেরা হওয়ার আনন্দ আছে। সারা বাংলাদেশ এবং বিশ্বের বুকে লক্ষ্মীপুরের শিশুরা যেন সেরাদের সেরা হতে পারে, সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথমদিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারতো? বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না। তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। লক্ষ্মীপুর পৌরসভার এ আয়োজ আজ সারাদেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0