বিশঙ্খৃলা বা মব সৃষ্টি করে পাবলিক সার্ভিস কমিশনের ভেতরে প্রবেশের ঘটনা কোনো ভাবেই কাম্য নয় বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পুনরায় এ ধরনের ঘটনা ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বিশঙ্খৃলা বা মব সৃষ্টি করে পাবলিক সার্ভিস কমিশনের ভেতরে প্রবেশের ঘটনা কোনো ভাবেই কাম্য নয় বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পুনরায় এ ধরনের ঘটনা ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বুধবার (৯ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, পিএসসি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বিপিএসসি'র জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিপিএসসি'র নিজস্ব অবকাঠামো নেই তাই এ সকল কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়। অধিকন্তু পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/ এইচএসসি'র মত পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করত বিপিএসসির প্রস্তাবিত পরীক্ষা সমূহের জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে। যেহেতু পরীক্ষা কেন্দ্রের জন্য একই সাথে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল। সার্বিক বিবেচনায় বিপিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭ সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে ২০২৫ তারিখ বিসিএস ৪৬তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন প্রার্থীর ক্ষেত্রে ৪৪ তম মৌখিক পরীক্ষা ও ৪৬ তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন অংশীজনের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় সবর্দা প্রস্তুত। তবে বিসিএস ৪৬ এর লিখিত পরীক্ষা বিলম্বিত করার পক্ষে কতিপয় প্রার্থী ৮ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মত কেপিআই এর সম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবৈধ প্রবেশের যে চেষ্টা করেছেন তা কোনভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0