২০০৬ সালে হারারেতে মুশফিকের যেদিন অভিষেক হয়, সেই দলের অধিনায়ক ছিলেন খালেদ মাসুদ। উইকেটের পেছনেও ছিলেন তিনিই। পরের বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের দলে জায়গা পান মুশফিক। সেই থেকে বাংলাদেশের একটি বেড়ে ওঠা প্রজন্ম উইকেটের পেছনে বেশিরভাগ সময় একজনকেই দেখেছে। মুশফিকুর রহিম— যাকে ভক্তরা ভালোবেসে ডাকে ‘মিস্টার ডিপেন্ডেবল’। এবার একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন মুশি।