আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়ন করে আসছে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।
আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়ন করে আসছে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।
রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের লংমার্চ ও সামাজিক জিয়াফত উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অভিমুখে এ লংমার্চ ও সামাজিক জিয়াফত আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এ লংমার্চের আয়োজন। আমরা সারাদেশের নাগরিকরা সীমান্তবাসীর পাশে রয়েছি। পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের বিষয়ে হুঁশিয়ার করে দিচ্ছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, হেফাজতের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।
আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাইলিং মোড়ের আমবাগানে সমাবেশ ও জিয়াফতে মিলিত হয়। সন্ধ্যায় সীমান্তে শহীদদের সম্মানে নাম লেখা ফানুস উড়ানো হয়।
এর আগে গত শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি রোববার সকালে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছায়।
এসময় লংমার্চ ও সামাজিক জিয়াফতে অংশগ্রহণকারীরা ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে শিবগঞ্জ পাইলিং মোড়ের আমবাগানে গরু জবাই করে সামাজিক জিয়াফত এবং গরু ভোজের আয়োজন করা হয়।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0