রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে উত্তরবঙ্গের প্রথম বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের আইন ও মানবাধিকার বিভাগের একছাত্রী তার পরীক্ষা শেষে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। তিনি যে সিটে বসেন, তার ঠিক মুখোমুখি সামনের সিটে বসেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। অটোরিকশা চলছিল। এ সময় ছাত্রীর উদ্দেশ্যে নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেন ওই লোক। একপর্যায়ে তিনি তার পুরুষাঙ্গ হাত দিয়ে বারবার প্রদর্শন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীবাহী অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা, ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।