ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন
একাত্তর থেকেই আওয়ামী লীগের কাজ ছিল ভারতকে খুশি করা। দেশের কল্যাণে কোনো কাজ করেনি দলটি। উল্টো বাংলাদেশের ক্ষতি হয়; এমন বহু চুক্তি গোপনে করেছে ফ্যাসিস্ট সরকার। সেই আওয়ামী লীগকে হটাতে জীবন দিয়েছেন বহু মানুষ। এর মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামের পরিবেশ হয়েছে।
সোমবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের পরিবর্তে অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে ভারত। যখনই দেশটি অশান্তির চেষ্টা করেছে, তখনই প্রতিহত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাম সরোয়ার, পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0