রমজান মাস ও পবিত্র কুরআন শিক্ষা
রমজান মাস ও পবিত্র কুরআন শিক্ষা
রমযান হল কুরআন নাযিলের মাস। আল্লাহ তা'আলা বলেন--
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰوَالْفُرْقَانِ
‘‘রমযান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’’ (আল-বাকারা : ১৮৫)
তাই কুরআন কে বোঝার জন্য পূর্ব শর্ত কোরআন পাঠ করতে জানা। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষনা করেছেন----
﴿ وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ﴾
আমি এ কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি।
অতঃপর বোঝার জন্য কেউ আছো কি?(সুরা আল ক্বামার-১৭)
মহান আল্লাহ রাব্বুলআলামিন পবিত্র কুরআন বোঝা সহজ করে দিয়েছেন এই কথাটি পবিত্র কুরআনে ৪ বার বলেই শেষ করেননি বরং আহবান করেছেন কে আছো বুঝার জন্য?তাই আসুন মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পবিত্র কুরআন নাজিলের মাস রমজান কে কাজে লাগিয়ে,মন থেকে সকল প্রকার ভয়,জড়তা অলসতা দূর করে আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কুরআন শিক্ষা গ্রহন করি।
নিউইয়র্ক থেকে রেজাউল করিম
প্রাক্তন ঢাবিয়ান
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0