রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। শনিবার সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই নৃশংস ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা একটি গাড়ি হঠাৎ এসে নারীর সামনে থামে। গাড়ির সামনের বাঁ পাশের জানালা দিয়ে একজন ছোঁ মেরে তাঁর ভ্যানিটি ব্যাগ টান দেয়। ব্যাগটি হাতে থাকায় নারীটি গাড়ির টানে মাটিতে পড়ে যান এবং তাকে গাড়ির সঙ্গে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
ওই নারীর হাতে থাকা ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে পড়ে যায়। আশপাশের তিনজন ব্যক্তি দ্রুত দৌড়ে এসে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। আহত নারী কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং নিজের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখান।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং তাঁরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যদিও এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় রাজধানীতে পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে।
Comments 0