আবরার ফাহাদের ভাই জানান, এটা আসলে রাষ্ট্রের দায়, যারা বর্তমানে ক্ষমতায় আছে, তারা কোনভাবেই এই দায় এড়াতে পারে না। এটা শুধু আমার কথা নয়, আইনজীবী, সারাদেশের মানুষ।
আবরার ফাহাদের ভাই জানান, এটা আসলে রাষ্ট্রের দায়, যারা বর্তমানে ক্ষমতায় আছে, তারা কোনভাবেই এই দায় এড়াতে পারে না। এটা শুধু আমার কথা নয়, আইনজীবী, সারাদেশের মানুষ।
এই বিষয়টা নিয়ে সারাদেশ উদ্বীগ্ন ছিল কিন্তু কেউই জানতে পারে নি, কেন তারা এই তথ্য বাহিরে প্রকাশ করেন নি? যা সন্দেহের বিষয় বলেন মন্তব্য করেন তিনি। আমরা আগে থেকেই জানি ৫ তারিখের পর অনেকে অপরাধী জেল থেকে পালিয়েছে, প্রশাসন কেন বিষয়টি লুকিয়ে রেখেছিল?
সরকার থেকে যদি বিষয়টি পরিষ্কার না করা হয় তাহলে আমরা কিভাবে কিছু বলব? সামনে কিভাবে কি করব এটাও আমরা জানি না। ন্যায় বিচার নিয়ে শঙ্কিত হওয়ার প্রশ্নে তিনি জানান, আমরা সবসময় চাই ন্যায় বিচার হোক, কারুর সাথে যেন কোন অন্যায় না হোক, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম রায় টা যেন কার্যকর হয় যত দ্রুত সম্ভব।
যদিও রায় প্রকাশ হয় ২০২১ সালে, বর্তমানে ২০২৫ সাল এর মধ্যে ও রায় কার্যকর হয় নি। হয়ত খুব শীগ্রই রায় আসবে, কিন্তু এর মধ্যে যদি একজন পালিয়ে যায় এটা তাহলে রাষ্ট্রের জন্য লজ্জাজনক ব্যাপার। তিনি আরও জানান, তিনি এই তথ্য জানতে পারেন, রাষ্ট্রের হাইকোর্টের আপিলের আজ শুনানি থাকায়, পলাতক আসামির খোজ করলে আদালত জানায় তিনি ৫ আগস্ট থেকে পলাতক।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0