রাষ্ট্র সংস্কারবিষয়ক মতামত পাঠাতে গত ৬ মার্চ দেশের ৩২টি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোকে স্প্রেডশিটে (হ্যাঁ, না) টিক চিহ্নের মাধ্যমে মতামত প্রদানের জন্য বলা হয়। গত রোববার দলগুলোকে এমন স্প্রেডশিট পাঠানো হয়েছে। তবে সংস্কার ইস্যুতে মতামত প্রদানের এ ধরনকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটি ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নিজস্ব মতামত লিখিত আকারে বিস্তারিতভাবে তুলে ধরবে। বিএনপি মনে করছে, স্প্রেডশিটে শুধু টিক চিহ্নের মধ্য দিয়ে সব জিনিসকে বিস্তারিত আকারে তুলে ধরা যাবে না। তাই স্প্রেডশিটের পাশাপাশি লিখিত আকারেও মতামত দেবে দলটি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় বিষয়টি তুলে ধরা হবে।