বাংলাদেশের ‘পরিবর্তিত পরিস্থিতির’ কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহড়া অভিযান চালাবে। এই মহড়াকে বলা হচ্ছে ‘অপস অ্যালার্ট’ বা ‘অপারেশনস অ্যালার্ট’। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফের পূর্বাঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।