পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান পলাতক মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরই সায়লা ফারজানাকে ওএসডি করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সায়লা ফারজানার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
শেখ হাসিনার পতনের পর সচিবালেয়ে কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা। পদোন্নতি বঞ্ছিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তার স্বামী। ইতিমধ্যে তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
Comments 0