জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধান ক্ষেতে দুই নারীকে এলোপাতাড়ি মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে৷
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধান ক্ষেতে দুই নারীকে এলোপাতাড়ি মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে৷
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে ১৯ সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভিডিওটিতে দেখা গেছে, দুই যুবক ও একজন মধ্য বয়সী ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল দুই নারীর। এসময় ওই দুই নারীকে সদ্য রোপণ করা ধানের ক্ষেতে ফেলে বাঁশে লাঠি ও কোদাল দিয়ে আঘাত করতে দেখা গেছে। আরও দেখা যায় মধ্যবয়সী এক ব্যক্তি কাঁদা মাটির মধ্যে এক নারীকে ধরে রেখেছেন। পাশে থাকা আরেক নারী তাকে বাঁচানোর চেষ্টা করছেন। এছাড়া ভিডিও ধারণকৃত ব্যক্তি কিছুটা এগিয়ে গেলে কোদাল বহনকারী ব্যক্তিটি তার দিকে কাঁদা মাটির ঢিল ছুড়তে থাকে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা আবেদা বেগম একটি মামলা দায়ের করলে প্রধান আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0