আজ শুক্রবার প্রিমিয়ার লিগে বড় অঘটনের শিকার হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের জয়রথ থামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের নিচের সারির দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
আজ শুক্রবার প্রিমিয়ার লিগে বড় অঘটনের শিকার হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের জয়রথ থামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের নিচের সারির দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
তারা ১-০ গোলে হারায় মোহামেডানকে। পেশাদার লিগের আত্মপ্রকাশ হওয়ার পর এই প্রথমবারের মতো খেলতে নেমে মোহামেডানের মতো দলকে হারিয়ে চমক দিলো দলটি। ফকিরেরপুলের জয়ের নায়ক উজবেক মিডফিল্ডার সরদার জাখোনভ। খেলার ৬৬ মিনিটে জয়সূচক গোলটি উপহার দেন এই বিদেশি। হেরে গেলেও টেবিলের শীর্ষে থেকেই লিগের প্রথম পর্ব শেষ করল কোচ আলফাজ আহমেদের দল। ৯ ম্যাচে তাদের অর্জন সর্বোচ্চ ২৪ পয়েন্ট। অপর ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে গোল-উৎসব করেছে বসুন্ধরা কিংস। তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়ান্ডারার্সকে। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি মোহামেডান ও ফকিরেরপুলের কেউই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও গোলের সুযোগ হাতছাড়া হয়েছে মোহমেডানের। ৬২ মিনিটে বুরকিনা ফাসোর ফরোয়ার্ড মনসুর কুলদিয়াতির নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কয়েক মিনিট পর মোহামেডানকে স্তব্ধ দেন জাখোনভ। তার নেওয়া বুলেট গতির শট নাগালে পাননি মোহামেডানের গোলরক্ষক সুজন। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ফকিরেরপুলের প্রতিরোধ দেয়াল ভাঙতে পারেননি মোহামেডানের খেলোয়াড়রা।
এদিকে, গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে গোল উৎসবে মেতেছে বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধে তপু বর্মণ, সোহেল রানা ও জোনাথন ফার্নানেসেদের গোলে স্কোর লাইন ৩-০ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের অর্ধে রাকিব হোসেন ও মিগুয়েল ফিগুয়েইরা গোল করেন। ১১ মিনিটে মিগুয়েলের পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করে ফার্নান্দেস প্রথম আনন্দের উপলক্ষ্য এনে দেন। ২৯ মিনিটে গোলমুখ থেকে হেডে গোল করেন সোহেল রানা। ৩৮ মিনিটে তপু গোলটি করেন হেডে। বক্সের মধ্যে মজিবুর বল তুলে দিলে হেড করেন তপু। বিরতির পর ৬৬ মিনিটে রফিকের ক্রসে হেডে গোল করেন রাকিব। কিংসের হয়ে ফ্রি কিকে পঞ্চম গোলটি করেন মিগুয়েল। ফলে বড় জয় দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করল কিংস। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসা কিংসের অর্জন ১৭ পয়েন্ট।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0