ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার নাওমি গিরমা। প্রথম নারী ফুটবলার হিসেবে ট্রান্সফার ফিতে মিলিয়ন ডলারের রেকর্ড গড়লেন রক্ষণভাগের এই ফুটবলার।
ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার নাওমি গিরমা। প্রথম নারী ফুটবলার হিসেবে ট্রান্সফার ফিতে মিলিয়ন ডলারের রেকর্ড গড়লেন রক্ষণভাগের এই ফুটবলার।
সান দিয়েগো ওয়েভ দিয়ে ২০২২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন গিরমা। ২৪ বছর বয়সি এই সেন্টার ব্যাকের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে চেলসি। ইতোমধ্যে গিরমা ইস্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে সব ধরনের আলোচনা শেষ করেছে ওয়েভ। বাকি আছে কেবল আনুষ্ঠানিক চুক্তি। তারকা ফুটবলারের জন্য ট্রান্সফার ফি বাবদ চেলসির কাছ থেকে ১.১ মিলিয়ন বা ১১ লাখ ডলার পাচ্ছে আমেরিকান ক্লাবটি।
নারী ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফারের আগের রেকর্ডটি ছিল র্যাচেল কুন্দানানজির দখলে। ২০২৪ সালে ৮ লাখ ৬০ হাজার ডলার ট্রান্সফার ফিতে মাদ্রিদ নারী ফুটবল ক্লাব থেকে জাম্বিয়ার এই ফরওয়ার্ডকে দলে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাব বে এফসি।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0