গাজীপুরের শ্রীপুরে অর্ধশতাধিক দলবলসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় তোলপাড় চলছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি ওই যুবদল নেতাকে বহিষ্কার করেছে।