সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স এ্যাডেসে বক্তব্য দেবেন তিনি। সেনাসদরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স এ্যাডেসে বক্তব্য দেবেন তিনি। সেনাসদরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ঢাকাস্থ ইউনিটের জন্য ঢাকার সেনানিবাসের সেনাপ্রাঙ্গনে অফিসার্স এ্যাডেস অনুষ্ঠিত হবে। অন্যান্য ফরমেশন ও মিশন এলাকার অফিসারগণ ভিটিসির মাধ্যমে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে সেনাসদস্যদের পোশাক থাকবে ক্যাপসহ কমব্যাট ইউনিফর্ম।
এতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের অফিসার্স এ্যাডেসে বাংলাদেশ সেনাবাহিনীর সকল (কর্তব্য ব্যতিত) অফিসার উপস্থিত থাকবেন। ঢাকা এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন। স্টেশন সদর দপ্তর ঢাকা প্রেষণে নিয়োজিত অফিসারগণের কোটা বরাদ্দ এবং অংশগ্রহণ নিশ্চিত করবে। মিরপুর (এনডিসি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিইউপিসহ) এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন।
সেনাসদর জানায়, অন্যান্য সকল ফরমেশন/স্টেশন/মিশন এরিয়ার সর্বোচ্চসংখ্যক অফিসার ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করবেন (ক্রোড়পত্রক এ উল্লিখিত স্টেশন অনুযায়ী)। মিশন এলাকায় কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ ভিটিসির মাধ্যমে অফিসার্স এ্যাড্রেসে অংশগ্রহণ করবেন। সেনাসদর, জিএস শাখা (ওও পরিদপ্তর) মিশন এলাকায় নিয়োজিত অফিসারগণের অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0