দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে প্রবাসী আয় ও রফতানি আয়ের ওপর ভর করে। গত এক সপ্তাহেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৪৮ কোটি ৬১ লাখ ডলার।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে উঠে এসেছে। দেশটি থেকে বাংলাদেশে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৪৯১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার।
রমজানে কৃত্রিম সংকট: লাইটার জাহাজের অভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বাড়ে, এবং ব্যবসায়ীরা মাস কয়েক আগে থেকেই পণ্য আমদানি করেন।
বেশ কিছুদিন পর সোমবার দেশের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন বিমা ছাড়া অন্য সব খাতের অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে। তাতে প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক ৫০ পয়েন্ট বেড়েছে।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025