আওয়ামী লীগ সরকারের পতনের পর নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বর্তমান পুলিশ প্রয়োজন ছাড়া কোনো স্থানে তেমন শক্ত বলপ্রয়োগ করছে না। প্রতিদিন সড়কে বিভিন্ন গ্রুপ দাবি আদায়ের জন্য নেমে পড়ছে নির্দ্বিধায়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন পথচারীরা। তাদের কোনোভাবে বুঝিয়ে পুলিশ সড়ক থেকে সরাচ্ছে। কিন্তু গত মঙ্গলবারের শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা সরকার ও পুলিশকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। সরকারি একাধিক সংস্থা মনে করছে, জাতিসংঘ মহাসচিবের আগমনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাচ্ছে একটি চক্র।