শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশনের ‘শর্ত’ পূরণ করে চারটি রাজনৈতিক দল নিবন্ধন পায়। এর মধ্যে তিনটি দলের নিবন্ধন নিয়ে প্রশ্ন তৈরি হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের ইচ্ছায় ও গোয়েন্দা সংস্থার ব্যবস্থাপনায় রাজনৈতিক বিবেচনায় অযোগ্য এ তিনটি দলকে নিবন্ধন দিয়েছিল কমিশন।