সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে আলোচনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার এক সাজ্জাত আলী।
সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে আলোচনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার এক সাজ্জাত আলী।
সোমবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।
গত শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দগুচ্ছ ব্যবহারের অনুরোধ জানান।
তিনি বলেন, আমি দুইটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করবো এই দু্টই শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।
শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0