গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার জেরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস ছাত্রশিবিরের এক নেতাকে কুপিয়েছে সংগঠনটির একদল কর্মী। পরদিন গতকাল (২১ ফেব্রুয়ারি) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রেস বিজ্ঞপ্তির শেষে বলা হয়, ‘‘বাঁধাহীন বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম ভুক্তভোগী পক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।’’ তবে এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়ে ভুক্তভোগী ফজলে রাব্বি সিফাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি ও আমার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করেননি উপদেষ্টা মাহফুজ আলম।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তিনি জানান, আমার (ফজলে রাব্বি সিফাত) ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির এক স্থানে বলা তথ্যটি সঠিক নয়। আমি এমন অসত্য ও বানোয়াট তথ্য প্রত্যাখ্যান করছি।
‘‘আমি তাদের নিকট বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ছাত্রজনতার যে আস্থা ও বিশ্বাস ছিল তাঁরা সঠিকভাবে সেই স্পিরিটকে ধারণ করবে। মানুষের বিশ্বাসকে ভঙ্গ করবে না।’’
ফজলে রাব্বি আরও জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিবৃতির পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, যে উপদেষ্টা মাহফুজ আলম অথবা তাঁর পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা? আমি আমার পরিবার এবং আমার দায়িত্বশীলদের সাথে উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পর্যায়ের দায়িত্বশীলের পক্ষ থেকে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি।
Comments 0