ভোলায় চু‌রির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাত-পা ভে‌ঙে চোখ তু‌লে দেয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম, মো. শাহজাহান মি‌ন্টিজ। তিনি চরফ্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়‌নের আরকলমী গ্রামের ‌মো. ছিডু মিয়ার ছে‌লে।