মার্চ মাসের ২৭ ও এপ্রিল মাসের ৩ তারিখ এই দুই দিনের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
মার্চ মাসের ২৭ ও এপ্রিল মাসের ৩ তারিখ এই দুই দিনের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, দেশে এবারের ঈদ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিন পর মঙ্গলবার যদি ঈদ হয়, এবার স্বাভাবিকভাবেই টানা ৯ দিনের ছুটি পাবেন। এ হিসাবে একদিন ম্যানেজ করেই পাবেন ১১ দিনের ছুটি।
ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তার একদিন পর ২৮ ও ২৯ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
এদিকে উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
এ হিসাবে সরকারি কোনো চাকরিজীবী যদি ২৭ মার্চ ও ৩ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবীরা।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0