বাংলাদেশ জাতির জন্য আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদী থেকে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কোনো করুণার বিষয় নয়, বরং এটি দেশের প্রাপ্য অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতির জন্য আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদী থেকে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কোনো করুণার বিষয় নয়, বরং এটি দেশের প্রাপ্য অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, তিস্তাপাড়ের মানুষ আজ সারা বিশ্বকে জানাতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশ যে ৫৪টি অভিন্ন নদী ভাগাভাগি করে, তার মধ্যে তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য অংশ হিসেবে নিশ্চিত করা দরকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে অনুষ্ঠিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ যদি তিস্তার পানির ন্যায্যতা না দেয়, তবে আমাদের তাকিয়ে থাকার কিছু নেই। আমাদের তা নিজের মতো করে আদায় করতে হবে।’’ তিনি আরও বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুনভাবে শুরু করতে হবে।"
তিস্তা পানি বণ্টন ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিবেশী দেশের অপ্রতিবেশী আচরণের শিকার হচ্ছে। তারেক রহমান জানান, ‘‘ফারাক্কার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পর আবারও তিস্তার অভিশাপ বাংলাদেশের উপর চাপানো হয়েছে, যার কারণে উত্তরাঞ্চলের মানুষ খরা ও বন্যার শিকার হয়ে লাখ লাখ টাকার ক্ষতি ভোগ করছে।’’
তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। পাশাপাশি, দেশের অন্যান্য নদীগুলোর পুনঃসংস্কার ও খনন করা হবে, যা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির আওতায় আসবে।’’
সবশেষে তারেক রহমান বলেন, ‘‘তিস্তাসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে উত্তাল হচ্ছে জনগণ, তেমনি ‘জাগো বাহে বাংলাদেশ বাঁচাও’ স্লোগানে সবাইকে একত্রিত হতে হবে।’’
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0