মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত বিতর্ককে উস্কে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের সাবেক ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। আজ সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী সরকার পতনে অনন্য ভূমিকা রাখার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অভিব্যক্তির শক্ত জানান দিয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। নারীর নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা বদ্ধপরিকর থাকার কথা উল্লেখ করে দলটি বলেছে, আমরা স্পষ্ট বলতে চাই- নারীদের ওপর কোনো রকম সহিংসতা কিংবা নিপীড়ন বরদাশত করা হবে না।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন হাজারো নির্দোষ মানুষ। তার মধ্যে সুমাইয়া আক্তার জুলাইয়ে শহীদ হওয়া প্রথম নারী। ১৯ বছর বয়সি এই তরুণী নতুন সংসার পেতেছিলেন। কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। গত ২১ জুলাই শিশুসন্তানকে ঘুম পাড়িয়ে রেখে বারান্দায় এসেছিলেন হেলিকপ্টারের শব্দ শুনে। সেই হেলিকপ্টার থেকে ছোঁড়া বুলেটেই প্রাণ হারান সুমাইয়া।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025