তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন শাখা ছাত্রদলের এককর্মী। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছাত্রীদের হেনস্তাও করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।