ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে প্রথম হয়েছিলেন আবদুল আলীম। আর ‘খ’ ইউনিটে ৩৫তম হয়েছিলেন তিনি। ভর্তি পরীক্ষায় বাংলায় ২৭ এবং ইংরেজিতে ২২ এর বেশি নম্বর পেলেও পছন্দের আইন বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়নি তাঁকে। মাদ্রাসার ছাত্র হওয়ায় তাকে এ সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি। এজন্য তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক মো. রহমত উল্লাহকে দায়ী করেছেন আবদুল আলীম।