জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহত ‘জুলাই শহীদ’দের প্রত্যেকের জন্য এককালীন ৩০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেবে অন্তর্বর্তী সরকার।
জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহত ‘জুলাই শহীদ’দের প্রত্যেকের জন্য এককালীন ৩০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেবে অন্তর্বর্তী সরকার।
এছাড়া নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে।
জুলাই অভ্যুত্থানে ৮৩৪ জন নিহত হয়েছে বলে গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।
গত নয়ই ও ২৪শে ফেব্রুয়ারির প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানায় প্রেস উইং।
যারা আহত তাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
এর মধ্যে ক্যাটাগরি ‘এ’ তে অতি-গুরুতর আহত ৪৯৩ জনকে 'জুলাই যোদ্ধা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যারা চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম।
এই ব্যক্তিরা এককালীন পাঁচ লাখ টাকা, পরে দুই মেয়াদে আরও পাঁচ লাখ টাকা পাবেন। এছাড়াও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।
বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারা। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন তারা।
গুরুতর আহত ক্যাটাগরি ‘বি’ তে ৯০৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।
যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন তারা আহত 'জুলাই যোদ্ধা' হিসেবে আর্থিক আনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
এর মধ্যে এককালীন তিন লাখ টাকার পাশাপাশি দুই মেয়াদে আরও তিন লাখ টাকা পাবেন এই গুরুতর আহত ব্যক্তিরা।
মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন তারা। এছাড়া সরকারের বিভিন্ন সুবিধাও পাবেন।
তৃতীয় ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন তালিকাভুক্ত।
যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন ব্যক্তিরা এই ক্যাটাগরিতে রয়েছেন। আহতরা এককালীন এক লাখ টাকার পাশাপাশি মাসিক দশ হাজার টাকা ভাতা পাবেন।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0