সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবার চালানসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছে অভিযানিক দল।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবার চালানসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছে অভিযানিক দল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে তাদের বসতঘর থেকে ইয়াবার চালান উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক দুজন হলেন- ওই গ্রামের মৃত নছির আলীর ছেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মুকিত মুকুল (৫৫) ও তার সহোদর মো. আব্দুল কাদির (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক পলাশ পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মুকিত মুকুলের ঘর তল্লাশি করে ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা জব্দ করা হয়।
তারা দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারি ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি আব্দুল মুকিত মুকুল জনপ্রতিনিধি ও তার ভাই আব্দুল কাদির গাড়ির ব্যবসা করেন।
তিনি বলেন, এর আগে গত জানুয়ারিতে চার হাজার পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের গোয়েন্দা ইউনিট। এরপর এটাই সবচেয়ে বড় চালান।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের রিমান্ড আবেদন করে জেলগেটে জিজ্ঞাবাদ করা হবে বলেও জানান পলাশ পাল।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0