ভূমিকা, Introduction
মানবজীবন সর্বদাই গতিশীল। পুরাতনকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে চলে যায় নতুনের পথে, আর এই কারণেই নতুন সৃষ্টি এবং আবিষ্কারের দিকে মানুষের ঝোঁক রয়েছে আদিকাল থেকে। ক্রমে শতাব্দীর পর শতাব্দীকাল অতিক্রম করে এসে মানুষ নানা রকম আবিষ্কারের মধ্য দিয়ে সমাজ ও সভ্যতাকে দিনের পর দিন এক নতুনরূপে গড়ে তুলেছে। জ্ঞান-বিজ্ঞানে সুসমৃদ্ধ আজকের পৃথিবীতে বসবাসরত জীবনযাপনকেই আমরা আধুনিক জীবন বলি।
প্রযুক্তি ও জীবন, Technology and human life
বিজ্ঞানকে মানব কল্যাণে নিয়োজিত রাখার প্রবণতা থেকেই বিকাশ ঘটেছে প্রযুক্তিবিদ্যার, আর মানবজাতির মেধা এবং কল্পনাশক্তির বলেই আজ এর অগ্রগতি সম্ভব হয়েছে। মানুষ এখন আর প্রকৃতির ওপর নির্ভর করে নেই। বিভিন্ন প্রয়োজনে সে বেশিরভাগ সময় প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এবং নানা রকমের পণ্য উৎপাদন করছে।
এই কৌশল বর্তমানের আধুনিক জীবনে এনে দিয়েছে মহিমা, পাশাপাশি এক সম্ভাবনাময় শক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছে মানব সভ্যতার ইতিহাসকে। বিজ্ঞান ক্রমশ মানুষকে পরিমিত শক্তির অধিকারী করে তুলেছে। তবে সেই শক্তি কোনো দৈবশক্তি নয়, বা পরনির্ভরশীলতাও নয়, বরং সেই শক্তি হল আত্মশক্তিরই নব আবিষ্কৃত রূপ।
মানব জাতি নিজের বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কলাকৌশলের সুষ্ঠু প্রয়োগ করে অসম্ভবকে সম্ভব করে দেওয়ায় আজ যে অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারছে, তা কয়েক যুগ আগেও হয়তো অভাবিত ছিল।
জীবন ও প্রযুক্তির মেলবন্ধন, Merging life and technology
আজকের সময়ের আধুনিক জীবনব্যবস্থায় জীবন এবং প্রযুক্তি পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। দিনের পর দিন মানবজীবন ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। তবে এই প্রযুক্তির অবদানে মানবজাতি বহু ক্ষেত্রে অনেকটা বিপদমুক্ত হয়ে উঠেছে, তাই নিরাপদভাবে বাস করতে পারছে।
সময়ের সাথে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়ে মানুষ আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে। তবে প্রযুক্তির সঙ্গে যদি মানব সভ্যতার সম্পর্ক না থাকতো তাহলে হয়তো মানবজীবন আদিমতায় ঢেকে যেত। প্রযুক্তির উন্নতিতে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ মানুষ প্রতিনিয়তই নয়া প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে। প্রযুক্তিই পারে মানব জীবনের সকল অভাব অনটন দূর করে দিতে।
মানুষের জ্ঞানের পরিধিকে প্রযুক্তি যেভাবে প্রসারিত করে চলেছে, তেমনি খাদ্যের চাহিদা মেটানোর কাজেও অবদান রাখছে। কৃষি প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে খাদ্যের চাহিদা মেটানোর জন্যে; উন্নতমানের চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে রোগ-ব্যাধি নির্মূল করার উদ্দেশ্যে। এসব ছাড়াও জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই প্রযুক্তির অবদান অপরিসীম।
Comments 0