ভূমিকা, Introduction  মানবজীবন সর্বদাই গতিশীল। পুরাতনকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে চলে যায় নতুনের পথে, আর এই কারণেই নতুন সৃষ্টি এবং আবিষ্কারের দিকে মানুষের ঝোঁক রয়েছে আদিকাল থেকে। ক্রমে শতাব্দীর পর শতাব্দীকাল অতিক্রম করে এসে মানুষ নানা রকম আবিষ্কারের মধ্য দিয়ে সমাজ ও সভ্যতাকে দিনের পর দিন এক নতুনরূপে গড়ে তুলেছে। জ্ঞান-বিজ্ঞানে সুসমৃদ্ধ আজকের পৃথিবীতে বসবাসরত জীবনযাপনকেই আমরা আধুনিক জীবন বলি।