অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য করবে।