চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় এক কিশোরকে -পা বেঁধে নির্মমভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১২ বা ১৩ বছর বয়সী ওই কিশোরের পরনে ছিল কালো রঙের টি–শার্ট ও প্যান্ট। ভিডিওতে দেখা যায়, তার দুই হাত টেনে একটি গ্রিলের সঙ্গে বাঁধা, পেছন দিক থেকে একটি ডিশ কেব্লের সাহায্যে কোমর পেঁচিয়ে বাঁধা হয়েছে গ্রিলের সঙ্গে। পা দুটোও একসঙ্গে বাঁধা। এই অবস্থায় এক যুবক কিশোরটিকে পেটাচ্ছেন।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025