ঢাকা, মঙ্গলবার: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আজ দুপুরে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা দুপুর ১১টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলতে থাকে। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন এবং সিটি কলেজের ভবনে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।