ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৈসারন উপত্যকায় এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৈসারন উপত্যকায় এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবং বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি সূত্রে জানা গেছে, তিনজন সশস্ত্র ব্যক্তি পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। 'কাশ্মীর রেসিস্ট্যান্স' নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, যদিও স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
হামলার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি শ্রীনগরে রওনা হন। এর আগে তিনি সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন। দিল্লিতে জরুরি বৈঠকে বসেন গোয়েন্দা প্রধান, স্বরাষ্ট্রসচিব, সিআরপিএফ প্রধান এবং জম্মু–কাশ্মীর পুলিশের কর্মকর্তারা। পুরো এলাকা জুড়ে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হচ্ছে।
পহেলগামের নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বহু পর্যটকের প্রিয় গন্তব্য। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকরাই ছিল সশস্ত্র গোষ্ঠীর মূল লক্ষ্য। কিন্তু এই হামলা ইঙ্গিত দিচ্ছে, গোষ্ঠীগুলো তাদের কৌশল পরিবর্তন করেছে।
নতুন করে এই হামলা কাশ্মীরের পর্যটনশিল্পে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্ত পরিবেশের বার্তা দিয়ে যে নিরাপত্তার আস্থা তৈরি হয়েছিল, তা ভেঙে যেতে পারে। সরকার এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0