রাজধানী মস্কোসহ রাশিয়ার ১৩টি অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। একই ধরনের হামলা হয় ইউক্রেনেও। এতে সেখানে এক নারীসহ তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে।
আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা এবং ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার এসব তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে যে ১২১টি ড্রোন ভূপাতিত করে তারা কিয়েভের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে মস্কো অঞ্চলে ছয়টি এবং রাজধানী শহরে একটি রয়েছে। ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চল কুরস্কেও। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা রিয়াজানে ২০টি ড্রোন পাঠানো হয়েছিল। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা কিছু ভিডিওতে লোকজনকে দাবি করতে শোনা যায়, সেখানে একটি তেলের মজুতাগার এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ভিডিওতে রিয়াজান শহরে আগুনের বড় বড় কুণ্ডলি দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তারা রাশিয়ার পাঠানো ৫৮টি ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করেছে। আর ইলেকট্রনিক পদ্ধতিতে ২৭টি ড্রোনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোনের ধ্বংসাবশেষ গায়ে পড়ে এক নারীসহ তিন বেসামরিক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। কিয়েভের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবন, আটটি ব্যক্তিগত বাড়ি, একাধিক বাণিজ্যিক ভবন ও বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালে দেশটিতে হামলার জন্য ৭ হাজারের বেশি ড্রোন পাঠিয়েছিল রাশিয়া যা ২০২৩ সালের দ্বিগুণের বেশি। এর মধ্যে বেশির ভাগ ড্রোন ভূপাতিত করা বা গতিপথ ঘুরিয়ে দেওয়ার দাবি তাঁদের। তবে অনেক ড্রোনই লক্ষ্যবস্ততে আঘাত হানতে পেরেছে।
আরও সেনা পাঠাচ্ছে উ.কোরিয়া
রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। গতকাল এমন সন্দেহের কথা বলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধে দেশটির অনেক সেনা হতাহত ও আটকের ঘটনার পরও পিয়ংইয়ং এমন প্রস্তুতি নিচ্ছে বলে দাবি সিউলের।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে আরও জানানো হয়, উত্তর কোরিয়া গোয়েন্দা নজরদারির কাছে ব্যবহৃত একটি স্যাটেলাইট ও একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।
Comments 0