ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ৬ মার্চ থেকে ৪৬ দিনের ব্যবধানে এই বাংলাদেশিদের দেশে পাঠানো হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, অভিবাসন-সংক্রান্ত মামলায় পরাজিত হওয়ার পরও তাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে তাঁর প্রশাসন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হচ্ছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইনি লড়াইয়ে হেরে যাওয়া অভিবাসীদের তথ্য আগেই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ থেকে পাওয়া যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আগামী দিনে আরও বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এই ঘটনাগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর বাস্তবায়নের প্রমাণ। পাশাপাশি, এটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
Comments 0