ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ৬ মার্চ থেকে ৪৬ দিনের ব্যবধানে এই বাংলাদেশিদের দেশে পাঠানো হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, অভিবাসন-সংক্রান্ত মামলায় পরাজিত হওয়ার পরও তাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।