মাহে রমজান
মাহে রমজান
"আহলান সাহলান মাহে রমজান
একটি বছর পরে সবার দারে দারে এলো ফিরে রমজান"
রোযা বা রোজা (ফার্সিروزہ রুজ়ে), অর্থ দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করা হয়। সাউম (আরবি صوم স্বাউম্), বা সিয়াম যার অর্থ কোন কাজ থেকে বিরত থাকা।
ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দ্যেশে সকল প্রকার পানাহার এবং সেই সাথে যৌন কর্ম থেকে বিরত থাকার নাম রোযা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ(فرض ফ়ার্দ্ব্) বা অবশ্য পালনীয়।
রোজা এমন একটি ইবাদাত বা শরিয়ী বিধান যা পূর্ববর্তী সকল নবী রাসুল ও তাদের অনুসারীদের উপর ফরজ ছিল।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন----
﴿ يٰٓاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا كُتِبَ عَلَيۡکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُوۡنَ﴾
হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরয করা হয়েছিল। এ থেকে আশা করা যায়, তোমরা সম্ভবত তাকওয়া বা পরহেজগারী অর্জন করতে পারবে।(আল-বাকারা,১৮৩)
আল্লাহ তায়ালা এখানে لَعَلَّكُمۡ (সম্ভবত)শব্দ ব্যাবহার করেছেন।এই শব্দের মধ্যে রোজার প্রকৃত মর্মার্থ নিহিত। অর্থাৎ রোজা এমন এবাদত যা রোজাদার ও আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পায় না। নামাজ, হজ্ব, যাকাত সবগুলো দৃশ্য মান এবাদত যা পালন করার সময় মানুষ দেখে।এক ব্যক্তি যদি সকলের সামনে সেহেরী খায় ইফতারের সময় সকলের সাথে মিলে ইফতার করে আর দিনের বেলায় গোপনে খায় ও পান করে তাহলে আল্লাহ ছাড়া অন্য করো পক্ষে জানা সম্ভব নয়। প্রকাশ্য ভাবে সকল লোকই তাকে রোজাদার বলে মনে করবে এটাই সঠিক; কিন্তু আসলে সে মোটেই রোজাদার নয়। রোজাদার যদি একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য তার ভয়ে সারা দিন খুলুসিয়াতের সাথে সিয়াম পালন করে তবেই কেবল তাকওয়া অর্জন করা সম্ভব।
এজন্যই আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা:) বলেছেন---
"মানুষের প্রত্যেকটি কাজের ফল আল্লাহর দরবারে কিছু না কিছু বৃদ্ধি পায়; একটি নেক কাজের ফলে দশগুণ হতে সাতশত গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। কিন্তু আল্লাহ বলেন রোজাকে এর মধ্যে গণ্য করা হবে না। কারন রোজা খাছ করে কেবল আমারই জন্য রাখা হয়। আর আমিই এর প্রতিফল দান করবো। "
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র রমজান মাসের সবগুলো রোজা ইমান ও খুলোসিয়াতের শহিদ পালন করার তৌফিক দান করুন।
নিউইয়র্ক থেকে রেজাউল করিম
প্রাক্তন ঢাবিয়ান
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0