সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জনের যোগদানের সুযোগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান পলাতক মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরই সায়লা ফারজানাকে ওএসডি করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন, সমস্যা সমাধানের নতুন উপায় অনুসন্ধান করেছেন এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বে আশ্রিত ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তায় নতুন দাতাদের একত্রিত করা নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। চলতি বছরের ১৩ মার্চ তিনি ঢাকায় পৌঁছাবেন এবং ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের তিন আমলের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তারাও নিশ্চিন্তে নেই। কারণ বাধ্যতামূলক অবসরের আতঙ্ক তাড়া করছে তাদের। প্রশাসন সূত্রে জানা গেছে, এই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বিশেষ করে ওই আমলে ডিসি (জেলা প্রশাসক), এসপি (পুলিশ সুপার) ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা।
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025