বছর ঘুরে আবারও এসেছে মাহে রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে ফজিলতপূর্ণ মাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের নামিদামি ক্লাবগুলো। এই তালিকায় আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি, জুভেন্টাস, এসি মিলানের মতো জায়ান্টরা।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বার্সেলোনা লিখেছে, ‘সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।’
স্প্যানিশ লা লিগার আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরব ও মুসলিম জাতিকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান কারিম মাদ্রিদিস্তাস।’
ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের শিরোপা জেতার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে লিভারপুল। রমজানের শুভেচ্ছা জানাতে গিয়ে মার্সিসাইডের ক্লাবটি লিখেছে, ‘লিভারপুলের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক।’
পয়েন্ট টেবিলে লিভারপুলের পরেই আছে আর্সেনাল। গানাররা লিখেছে, ‘যারা এই মাসটি উদযাপন করবেন তাদের প্রত্যেককে নিরাপদ ও পবিত্র রমজানের শুভেচ্ছা।’
রমজান উপলক্ষে ম্যানসিটি লিখেছে, ‘সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের রমজানের শুভেচ্ছা।’
ম্যানচেস্টারের আরেক ক্লাব ইউনাইটেড লিখেছে, ‘যারা উদযাপন করছেন তাদের জানাই রমজান মোবারক।’
প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট রমজানের শুভেচ্ছা জানিয়েছে এভাবে, ‘চেলসি ফুটবল ক্লাব থেকে সবাইকে রমজানের মোবারক।’
এসি মিলান লিখেছে, ‘এসি মিলান পরিবারের যারা সিয়াম সাধনা করছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা।’
ইন্টার মিলান লিখেছে, ‘ইন্টার মিলান পরিবারের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা। রমজান এসেছে। এজন্য আমরা সবাই খুশি।’
ইতালিয়ান সিরি-এ’র আরেক ক্লাব জুভেন্টাস লিখেছে, ‘সবাইকে রমজানুল মোবারক। জুভেন্টাস মুসলিম জাতিকে পবিত্র মাসের শুভেচ্ছা জানাচ্ছে।’
রমজান উপলক্ষে ফ্রান্সে সফলতম ক্লাব পিএসজি লিখেছে, ‘কল্যাণময় মাসে ভক্তদের জন্য দারুণ মুহূর্ত কামনা করছি। সবাইকে রমজন মোবারক।’
রমজানের শুভেচ্ছা জানাতে গিয়ে রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার লিখেছেন, ‘আমার সব মুসলিম ভাই ও বোনদের আশীর্বাদ এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাসটি সবার জন্য আনন্দ, শান্তি ও অগণিত আশীর্বাদ বয়ে আনুক।’
Comments 0