ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে এবং তিন বছরের সংঘাতের স্থায়ী অবসান করতে প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর লক্ষ্যে মঙ্গলবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুতিনের সঙ্গে ফোনালাপ হয় তার। তবে এর আগেই ‘অনেক বিষয়ে’ একমত হয়েছেন তারা।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো লিখেছেন, প্রতি সপ্তাহে উভয়পক্ষের দুই হাজার ৫০০ সেনা নিহত হচ্ছে। এই প্রাণহানি এখনই শেষ হওয়া উচিত। ট্রাম্প বলেছেন, চূড়ান্ত চুক্তির অনেক উপাদানে সম্মত হলেও এখনো অনেক কিছুই বাকি রয়েছে।
সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার চেয়ে ইউক্রেনে কাজ করা কঠিন। কিন্তু ট্রাম্পের দেওয়া প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন ঠিকই সম্মত হয়েছে। তবে রাশিয়া এখনো পর্যন্ত কিছুই জানায়নি।
এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, একটি শান্তিচুক্তি করতে কাজ করছে তার প্রশাসন। তাদের সর্বোচ্চ চেষ্টা এটিতে সফল হওয়া।
এদিকে, সোমবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, এই প্রস্তাব অনেক আগেই বাস্তবায়িত হতে পারত। যুদ্ধকালীন প্রতিটি দিন মানুষের বেঁচে থাকার জন্য কঠিন।
যুদ্ধবিরতি আলোচনা কতটা এগিয়েছে- তা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে অসংগতি রয়েছে। কারণ, জেদ্দায় ইউক্রেন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তাদের বৈঠকের মূল বিষয় ছিল একটি আলোচনা প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে; এখানে নির্দিষ্ট কোনো শর্ত ছিল না।
বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করা আমেরিকার রাষ্ট্রদূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন। এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে পুতিন যে শান্তিচুক্তিতে আগ্রহী, সে বিষয়ে তাকে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। চুক্তিতে সম্মত হওয়ায় জেলেনস্কির সাহসের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁ। একই ধরনের কাজ করতে পুতিনের প্রতিও আহ্বান জানান তিনি। পুতিনের এখনই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়া উচিত বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভেট সোমবার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প শান্তিচুক্তি নিশ্চিত করতে ‘প্রতিজ্ঞ’।
Comments 0