ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে এবং তিন বছরের সংঘাতের স্থায়ী অবসান করতে প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর লক্ষ্যে মঙ্গলবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুতিনের সঙ্গে ফোনালাপ হয় তার। তবে এর আগেই ‘অনেক বিষয়ে’ একমত হয়েছেন তারা।